জকসু নির্বাচনে বাম ও ছাত্রশক্তি প্যানেলের কেউ জয় পাননি

০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩০ PM
বাম সংগঠন সমর্থিত ‘ভাসানী ব্রিগেড’ ও ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’

বাম সংগঠন সমর্থিত ‘ভাসানী ব্রিগেড’ ও ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ © সংগৃহীত ও সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে মোট ২১টি পদের ১৬টিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। অন্যদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের চারটি এবং স্বতন্ত্র থেকে একটি পদে জয় হয়েছে। তবে কোনো পদেই বাম সংগঠন ও জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেলের কেউ জয়ী হতে পারেননি।

জানা গেছে, জকসু নির্বাচনে মোট চারটি প্যানেল অংশ নিয়েছিল। সেগুলো হলো- ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ ও আপ বাংলাদেশ–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। এগুলোর মধ্যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ও অদম্য জবিয়ান ঐক্যের প্রার্থীরা জয় পেলেও বাম ছাত্র সংগঠন ও ছাত্রশক্তির প্যানেলের কেউ পাননি।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের মোহাম্মদ সাদমান আমিন ৩ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল জয় পেয়েছে তিনটি সম্পাদকীয় পদে। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্যের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের মোহাম্মদ সাদমান আমিন ৩ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাছাড়াও সদস্যপদে স্বতন্ত্রভাবে প্রার্থিতা করে জয়ী হয়েছেন জাহিদ হাসান (৩,১২৪ ভোট)।

আরও পড়ুন: ডাকসু থেকে জকসু: ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়রথ থামল না

এর বাইরে, ভিপি রিয়াজুল ইসলাম (৫ হাজার ৫৫৮ ভোট), জিএস আব্দুল আলিম আরিফ (৫ হাজার ৪৭৫ ভোট) এবং এজিএস পদে মাসুদ রানা (৫ হাজার ২০ ভোট) -সহ সব পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় লাভ করেন। বাকি দুই প্যানেল থেকে কেউ তাদেরকে টপকাতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, জকসু নির্বাচনে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের হয়ে নির্বাচনে ভিপি পদে লড়েছিলেন গৌরব ভৌমিক (১০৮ ভোট) , জিএস পদে ইভান তাহসীব (১৭২৪ ভোট) এবং এজিএস পদে শামসুল আলম মারুফ (৪৭০ ভোট)।

এছাড়া, ‘মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মশিউর রহমান ভূঁইয়া জয়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নু মং প্রূ মারমা এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে আফিকা লেবিন মৌমি নির্বাচন করেছেন।

তাছাড়াও, এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন আন্তর্জাতিক সম্পাদক পদে জোয়ান অফ আর্ক সুকন্যা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সাদ, ক্রীড়া সম্পাদকে মুগ্ধ আনন, পরিবহন সম্পাদকে মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদকে আমরিন জাহান অপি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সায়্যিদা মুবাশ্বিরা।

এর বাইরে, প্যানেলটিতে সদস্য প্রার্থী হিসেবে ছিলেন সুমাইয়া আবেদীন রিতিকা, তাজওয়ার ইসলাম, সাগ্নিকা চক্রবর্তী, রৌদ মুক্তাদির, শাহরিয়ার আদিব, রিতিকা (রিদি জাফরাত) এবং পল্লব কুমার।

প্যানেলটি মূলত নয়টি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন নিয়ে গঠিত হয়েছিল। সেগুলো হল: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক সাহিত্য পত্রিকা, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন।

আরও পড়ুন: তিন সম্পাদকসহ জকসুতে যে ৪ পদে জয়ী ছাত্রদল

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে ভিপি পদে কিশোর আনজুম সাম্য (১৪০ ভোট) এবং জিএস পদে মো. ফয়সাল মুরাদ (৮৮১ ভোট) এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাহিন মিয়া (১০৬০ ভোট) নির্বাচন করেন।

এছাড়া ২০ সদস্যের এ প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুননেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে তারেক সাদিদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদক পদে মুশফিক, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফেরদাউস শেখ, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে আমিনুল মনোনীত হয়েছিলেন।

এর বাইরে, নির্বাহী সদস্যপদে কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা, পিয়ারুল জকসু নির্বাচনে অংশ নেন।

উল্লেখ্য, জকসু নির্বাচনের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন।

 

 

 

 

 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9