জকসু নির্বাচন

একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা চাইলো কমিশন

০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ AM
জকসু

জকসু © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে তিন হাজার ৪৩৩ ভোট পেয়েও সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়নি শিবির-সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী মেহেদী হাসানকে। অথচ তার চেয়ে প্রায় এক হাজার কম ভোট পেয়ে ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’-এর সদস্য প্রার্থী ইমরান হাসান ইমন ২ হাজার ৬৩৬ ভোট পেয়ে সপ্তম সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে নির্বাচন কমিশনের দাবি, এটি তাদের অনিচ্ছাকৃত ভুল। তাড়াহুড়োর কারণে এমন ভুল হয়েছে বলে স্বীকার করেছেন কমিশন।

বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে ফল ঘোষণার পরবর্তীতে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা হাতে লেখা একটি কাগজ দেখে জকসুর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করছিলাম। রাত গভীর হয়ে যাওয়া এবং সাংবাদিক সম্মেলনের প্রস্তুতির তাড়াহুড়োর কারণে এ ভুলটি হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিক সম্মেলনে চার নম্বর বাদ দিয়েই আট নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে পড়ে ফেলি। মাঝখানে ভোটের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা মেহেদী হাসানের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে যায়। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য কমিশনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।

কমিশনের সংশোধিত জকসুর সদস্যরা হলেন, ফাতেমা আক্তার (অরিন) ৩৮৫১ (শিবির), মোহাম্মদ আকিব হাসান ৩৫৮৮ (শিবির) শান্তা আক্তার  ৩৫৫৪ (শিবির), মো. মেহেদী হাসান ( শিবির), মোহাম্মদ সাদমান আমিন ৩৩০৭ (ছাত্রদল), মোহাম্মদ জাহিদ হাসান ৩১২৪ (স্বতন্ত্র), আবদুল্লাহ আল ফারুক -২৯১৭ (শিবির) নির্বাচিত হয়েছেন

ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬