খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের শোক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১১ শিক্ষক।

শোক বার্তায় তারা বলেন, বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজ নীরব হয়ে গেল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইননা ইলাইহি রাজিউন। এক মহাকালের সমাপ্তি। জাতি হারালো এক দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বকে, যিনি নিপীড়ন, নির্যাতন সহ্য করেও আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। আমরা শোকাহত।

চল্লিশোর্ধ্ব রাজনৈতিক জীবনকালে ছিলেন গণতান্ত্রিক সংগ্রামে, গণমানুষের অধিকারে সর্বদাই জাগ্রত। বিনয়ী, তবে ন্যায়ের প্রশ্নে অনমনীয়, আপোষহীন। চারিত্রিক এই দৃঢ়তা তাঁকে, বাংলাদেশকে বৈশ্বিক পরিমন্ডলে নিয়েছে অন্য উচ্চতায়। দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান কালের পরীক্ষায় উত্তীর্ণ। শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে, নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বাংলাদেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী।

রাজনৈতিক শিষ্টাচারে সমকালে তাঁর সমান্তরালে কেউ নেই। প্রতিপক্ষের বাক্যবাণে আক্রান্ত হয়েছেন, আক্রমণ করেননি। গণতন্ত্রের প্রতি, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে শেষদিন পর্যন্ত ছিলেন অবিচল। বিশেষ করে ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ এর ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে ছিলেন বাতিঘর। এই অস্থির সময়ে পুরো জাতি যার পেছনে এক হয়েছিলো, তিনিই বেগম খালেদা জিয়া। তার শূন্যস্থান কবে পূরণ হবে তা কেবল মহাকালই নির্ধারণ করবে।

তারা আরও উল্লেখ করেন,আমরা এই মহীয়সীর আত্মার মাগফিরাত কামনা করছি। বিনম্র শ্রদ্ধা তাঁর জীবন, কর্ম এবং স্মৃতির প্রতি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। একই সাথে তাঁর রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের প্রতিও সহমর্মিতা জানাচ্ছি।

বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী পক্ষের ১১ শিক্ষক হলেন, সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির,জনাব মো: মেহেদী হাসান সোহাগ,ড. গাজী জহিরুল ইসলাম,ড. মোহাম্মদ মাহফুজ আলম,ড. মো: সাদেকুর রহমান,ড. ফেরদৌসী জামান তনু,জনাব রিজওয়ানা ইসলাম, সহযোগী অধ্যাপক,ড. মো: আরিফ উল ইসলাম,জনাব শাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক।সহকারী অধ্যাপক জনাব তাসনিম যেরিন এবং প্রভাষক ড. গাজী মো: সাখাওয়াত হোসেন।

মানবিকতা ও দায়িত্ববোধের বার্তায় আইইউবির ২৬তম সমাবর্তন, অংশ …
  • ২১ জানুয়ারি ২০২৬
যে ২৫৯ আসনে চূড়ান্ত হলো হাতপাখার প্রার্থী (তালিকা)
  • ২১ জানুয়ারি ২০২৬
এবার ভোট গণনায় দেরি হতে পারে, যে ব্যাখা দিল সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ
  • ২১ জানুয়ারি ২০২৬
ফাজিলে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু
  • ২১ জানুয়ারি ২০২৬
চাঁদপুর-২ আসনে লড়বেন ৮ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন 
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9