বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী-মামুনুল হক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ PM
খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী-মামুনুল হক

খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী-মামুনুল হক © ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে কফিন কাঁধে নিতে দেখা যায় প্রখ্যাত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক। 

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টা ২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে এ জানাজা শুরু হয়। জানাজা পড়িয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সাড়ে ৪টার পর জানাজা শেষে সংসদ ভবনের পেছনে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। 

জানা গেছে, আগারগাঁও, পাসপোর্ট অফিসের উল্টো পাশের সড়ক, বিজয় সরণি ও ফার্মগেটের সামনে যান চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে মানুষের ভিড়ে বিজয় সরণি, পরিকল্পনা কমিশনের সড়ক, চীন মৈত্রী সড়ক এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

এর আগেই সকাল বেলা বেগম জিয়াকে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আনা হয়। সেনাবাহিনী হিউম্যান চেইন গঠন করে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে।

এদিন বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটির যাত্রা শুরু হয়।

সকাল ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, টানা ৩৮ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

‘আরে আচরণবিধি রাখেন মিয়া’—ছাত্রদলের পোলিং এজেন্ট
  • ০৬ জানুয়ারি ২০২৬
৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না:…
  • ০৬ জানুয়ারি ২০২৬
এইচএসসির ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন
  • ০৬ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র …
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভারতে বিনাবিচারে ৫ বছর জেলে: ফের নামঞ্জুর দুই ছাত্রনেতার জা…
  • ০৬ জানুয়ারি ২০২৬