খালেদা জিয়ার জানাজার ঢল ছাড়াল রাজধানীর কয়েক এলাকায়

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ PM
কারওয়ান বাজারে খালেদা জিয়ার জানাজার একাংশ

কারওয়ান বাজারে খালেদা জিয়ার জানাজার একাংশ © সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন ও সাবকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ২ মিনিটে জানাজা শুরু হয়ে চার মিনিটে শেষ হয়।

বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার ভেন্যু ছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও রাজধানীর মানিক মিয়া এভিনিউ। তবে এই জায়গা ছাড়িয়ে একদিকে সোবহানবাগ, অন্যদিকে বাংলামোটর, আরেকদিকে বিজয় সরণী, শ‍্যামলীতে গিয়ে ঠেকে নামাজের কাতার।

মগবাজার থেকে জানাজার উদ্দেশে দুপুর ১২ টার কিছু পরে বের হন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রায়হান হোসাইন। তবে শেষ পর্যন্ত কারওয়ান বাজারে গিয়ে নামাজে অংশ নেন তিনি। দ্য ডেইলি ক্যাম্পাসকে রায়হান বলেন, প্রায় একঘণ্টা জ্যামে বসে থাকার পর হাঁটা শুরু করি, কিন্তু কারওয়ান বাজারের পর আর যেতে পারিনি। তখন সেখানেই দাঁড়িয়ে খালেদা জিয়ার জানাজায় অংশ নিই।

জানজায় মানুষের অংশগ্রহণ নিয়ে ফেসবুকে পোস্ট করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় জাতি তাকে সবচেয়ে সম্মানের বিদায় দিয়েছিলো। আজ বেগম খালেদা জিয়াকে দেয়া হলো এক ঐতিহাসিক বিদায়। মানিক মিয়া এভিনিউ-সংসদ ভবন দক্ষিণ প্লাজা থেকে শুরু করে একদিকে সোবহানবাগ, অন্যদিকে কারওয়ান বাজার, আরেকদিকে বিজয় সরণী, শ‍্যামলী হয়ে এই যে জনতার স্রোত এটা বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতার প্রকাশ। এটা সবার ভাগ্যে জোটে না।

এদিকে জানজায় অংশ নিতে আসা মানুষ নির্ধারিত জায়গায় যেতে না পেরে রাজধানীর আগারগাঁও, উড়াল সড়কে মহাখালী, আসাদ গেট, ধানমন্ডি ২৭, ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত মানুষ অবস্থান নেন।

সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬
এখন পর্যন্ত বদলি ৮ ইউএনও, নেপথ্যে কী?
  • ২১ জানুয়ারি ২০২৬
৮ ক্যাটাগরিতে দেশসেরা ঢাবি-নর্থ সাউথের সঙ্গে আরও সাত বিশ্বব…
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনে সুপারিশে সন্তুষ্ট নয় ঐক্য পরিষদ নেতারা, প্রতিক্রি…
  • ২১ জানুয়ারি ২০২৬