ভাড়া বাসায় চলবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম, ‘সংযুক্ত’ মডেলে সাত কলেজ

সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত কলেজগুলোর লোগো
সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত কলেজগুলোর লোগো  © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংক্রান্ত আগের প্রস্তাবিত কাঠামোতে কিছু পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তন অনুযায়ী, এ প্রতিষ্ঠান একীভূত না হয়ে হবে স্বতন্ত্র এবং এটির সঙ্গে ‘অ্যাফিলিয়েটেড’ না হয়ে স্বতন্ত্রভাবে ‘সংযুক্ত’ থাকবে রাজধানীর সরকারি সাত কলেজ। এছাড়া, আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এর কার্যক্রম ভাড়া করা ভবনে শুরু হবে।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণে সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনসহ সাত মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি, ইউজিসি, সাত কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। 

সভায় প্রস্তাবিত অধ্যাদেশের ওপর পাওয়া নানা পক্ষের দাবি-দাওয়া ও মতামত বিশ্লেষণ করা হয় এবং এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জানানো হয়, আরেকটি সভার মাধ্যমে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করা হবে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এর কার্যক্রম ভাড়া ভবনে চলবে। এ প্রেক্ষিতে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি উপযুক্ত ভবন ভাড়া নেওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খসড়া অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার পর ভাড়া করা সেই ভবনেই শুরু করা হবে শিক্ষা কার্যক্রম। 

নতুন অধ্যাদেশের খসড়ায় উল্লেখ রয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো নির্মাণ করা হবে। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ভবন বা স্থান ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ঢাকা মহানগরীর সাতটি কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে সম্পর্কিত থাকবে। সংযুক্ত কলেজগুলোর বিদ্যমান পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সুযোগ-সুবিধা অক্ষুণ্ন থাকবে।

এছাড়া, উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হবে।

আরও পড়ুন: জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ

এর বাইরে, সংযুক্ত কলেজের অনুমোদন প্রদান ও বাতিল, পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষা গ্রহণ, ডিগ্রি প্রদানসহ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে এই বিশ্ববিদ্যালয়। সংযুক্তি ও সংযুক্তি বাতিলের সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নেবে। সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের চাকরিকালীন ও গবেষণামূলক প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বিশ্ববিদ্যালয়। তাছাড়া, ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। সাতটির মধ্যে পাঁচটি কলেজে উচ্চমাধ্যমিক রয়েছে। এ পাঁচ কলেজে উচ্চমাধ্যমিক থাকবে।

খসড়ায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয় (মূলধন ব্যয় ছাড়া) নির্বাহের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আদায়যোগ্য বেতন ও ফি, পরিশোধ পদ্ধতি এবং শিক্ষাবৃত্তি প্রবিধান মালার মাধ্যমে নির্ধারণ করা হবে। সেমিস্টারভিত্তিক (প্রযোজ্য ক্ষেত্রে মাসভিত্তিক) নির্ধারিত বেতন ও ফি পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা বিধিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই সাতটি সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যার পর থেকেই নানা সংকট তৈরি হয়। চলতি বছরের জানুয়ারিতে নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হওয়ার আগেই এই অধিভুক্তি বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থায় সাত কলেজ পরিচালিত হচ্ছে।

সরকার সাত কলেজ একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগ নেয় এবং চারটি স্কুলভিত্তিক ও ‘হাইব্রিড’ শিক্ষাপদ্ধতির প্রস্তাবসহ একটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে। তবে এ কাঠামো নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিরোধ ও আন্দোলনের কারণে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা যায়নি। এ সময় শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধ্যাদেশের খসড়া পরিমার্জন করে চূড়ান্ত করার কাজ চলছে।

এদিকে, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় ১০ হাজার শিক্ষার্থী এক বছরেও কোনো ক্লাস পায়নি এবং প্রাতিষ্ঠানিক পরিচয়ের সংকটে ভুগছে। অন্য বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি শুরু হলেও এখানে দীর্ঘ সেশনজটে শিক্ষার্থীরা হতাশ। তবে সম্প্রতি অপারেশন ম্যানুয়েল অনুমোদন এবং সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি সাত কলেজের ক্যাম্পাসে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!