দাবি না মানা পর্যন্ত অবস্থানের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ PM
শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন সাত কলেজের শিক্ষার্থীরা

শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন সাত কলেজের শিক্ষার্থীরা © টিডিসি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের এক দফা দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল (রবিবার) থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজও (সোমবার) অব্যাহত রেখেছেন তারা।

আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা ভবনের সামনে রাস্তায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর পর আবার বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। এসময় তারা জানান, এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ এলাকা থেকে সরে যাবেন না এবং তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, গতকাল সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। এরপর সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা হাইকোর্ট মোড় থেকে অবরোধ তুলে নেন। তবে অবরোধ করে রাখেন শিক্ষা ভবনের সামনের সড়ক।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, ‘গত ১৫ মাস আমরা আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছি। অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। গত ৩ অক্টোবর আমরা এক দফা কর্মসূচি ঘোষণা দিয়েছি। আজ সকাল ১০টা থেকে রাজধানীর ৭টি কলেজ থেকে শিক্ষার্থীরা আলাদা পদযাত্রা করে শিক্ষা ভবনে অবস্থান নিয়েছে। পরে আমরা হাইকোর্ট মোড় অবরোধ করি। বিকাল থেকে আমাদের কর্মসূচি চলমান রয়েছে।’

আরও পড়ুন: মধ্যরাতেও শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান

তিনি বলেন, ‘আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে এখন হাইকোর্ট মোড় ছেড়ে দিচ্ছি। তবে একদফা আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে সারা রাত অবস্থান করবো। আগামীকাল সকাল থেকে অন্যান্য শিক্ষার্থী অংশ নেবেন। অধ্যাদেশ না নিয়ে কেউ বাসায় ফিরবে না।’

তিনি আরও বলেন, ‘অনেকেরই এখন ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষার মধ্যেও তারা এখানে জড়ো হয়েছেন। কাল চতুর্থ বর্ষের পরীক্ষা আছে। আমরা সেভাবে আমাদের কর্মসূচি পরিকল্পনা করেছি। যেন সবাই পরীক্ষার মাঝেও আন্দোলনে অংশ নিতে পারেন।’

শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার আরও বলেন, ‘অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনও অগ্রগতি নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হলেও শিক্ষার্থীরা এখনও ক্লাসরুমে ফিরে যেতে পারেননি। প্রশাসনের সবাইকে জানাতে চাই, শিক্ষার্থীদের আকুতি আপনারা শুনুন, তাদের ক্লাসরুমে ফিরিয়ে নিন। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত করুন।’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল
  • ০১ জানুয়ারি ২০২৬
নিরাপদ পানি নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
  • ০১ জানুয়ারি ২০২৬
শর্ত শিথিলের উদ্যোগ, কপাল খুলছে আবেদন বাতিল হওয়া কারিগরি শি…
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার জন্য উন্মুক্ত হলো জিয়া উদ্যান
  • ০১ জানুয়ারি ২০২৬
সুন্দরগঞ্জে গরিব-দুঃখীদের মাছ গেল কর্মকর্তাদের ঝুলিতে
  • ০১ জানুয়ারি ২০২৬