সাত কলেজের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১ জানুয়ারি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ PM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © টিডিসি ফটো

সরকারি সাত কলেজ নিয়ে গঠিতব্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) অধীনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ দিন থেকেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওরিয়েন্টেশন উপলক্ষে সাত কলেজের সব বিভাগের শিক্ষার্থীদের সকাল ১০টায় নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: মোবাইল ফোন সঙ্গে রাখেননি মেডিকেলে প্রথম হওয়া শান্ত

রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সমমানের প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসনের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এ পরিচিত সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে নিজ নিজ বিভাগের পরিচিত সভায় অংশগ্রহণ করতে হবে। এই আয়োজনের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের অংশ হিসেবে গত ১২ নভেম্বর সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।

ট্রাম্পের হুমকির পর সশস্ত্র বাহিনীকে সতর্ক করল কলম্বিয়ার প…
  • ০৫ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন হতে পারে চলতি সপ্তাহেই, তবে...
  • ০৫ জানুয়ারি ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে
  • ০৫ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করতে বললেন ডেন…
  • ০৫ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে শীর্ষ বাম নেতাদের সাক্ষাৎ
  • ০৫ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে এবার তারেক রহমানের সঙ্গে বসছেন সরকারি কর্মচার…
  • ০৫ জানুয়ারি ২০২৬