১৫ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

 বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফোটো

শীতের হিমেল হাওয়ায় স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসজুড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ১৫ দিনের ছুটির ঘোষণায় শিক্ষার্থীদের মনের মধ্যে বইছে উৎসাহ ও আনন্দের জোয়ার। আজ থেকে শুরু হওয়া দীর্ঘ এই  ছুটিকে শিক্ষার্থীরা শীতের উপভোগ, পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো ও ভ্রমণ করার পরিকল্পনা করছেন কেউ কেউ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, আজ থেকে(১৮ই ডিসেম্বর) শীতকালীন ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় আগামী বছরের প্রথম দিন (১ই জানুয়ারি২০২৬) পর্যন্ত বন্ধ থাকিবে। তবে, এই সময় সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ চালু থাকবে।

শিক্ষা কার্যক্রমে সাময়িক বিরতি ও শীত মৌসুমকে সামনে রেখে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরায় ৪জানুয়ারি থেকে স্বাভাবিক ক্লাসের কার্যক্রমে ফিরবে বিশ্ববিদ্যালয়টি।

ছুটির প্রাক্কালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে বিশেষ প্রাণচাঞ্চল্য। ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এই বিদ্যাপীঠটি। অনেকেই নিজ নিজ জেলার বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ কেউ বরিশালের নিকটবর্তী পর্যটন স্পট যেমন কুয়াকাটা, পেয়ারা বাগান, শাপলা বিল, কিংবা শের-ই-বাংলার বাড়ি পরিদর্শনের পরিকল্পনা করছেন।

শিক্ষার্থী রাকিব বলেন, 'শীতের এই ছুটিতে আমরা কিছু বন্ধু মিলে কুয়াকাটা যাওয়ার পরিকল্পনা করেছি। সকালের কুয়াকাটার সূর্যোদয়ের সঙ্গে শীতের মিহি কুয়াশার যে দৃশ্য, তা উপভোগ করার জন্য আমরা উদ্‌গ্রীব।'

অন্যদিকে আরেক শিক্ষার্থী সাথে কথা বললে, তিনি জানান, 'দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছি। গ্রামের শীতের সকাল, মায়ের হাতের পিঠা-পুলির স্বাদ আর বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য মন আকুল হচ্ছে।'

ঋতুর পালাবদলে প্রকৃতি যখন সাজছে নবরূপে, তখন ববি শিক্ষার্থীরা এই ১৫ দিনের ছুটিকে কাজে লাগিয়ে মনের কোণে গড়ে তুলবে স্মৃতির অমলিন ধারা,এটাই সকলের প্রত্যাশা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!