বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী  © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)  মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রদর্শিত হয় জনপ্রিয় চলচিত্র ‘আমার বন্ধু রাশেদ’।

চলচিত্র প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রদর্শনী চলাকালে মুক্তিযুদ্ধের চেতনা, ত্যাগ ও দেশপ্রেমের বার্তা দর্শকদের মাঝে গভীরভাবে প্রভাব ফেলে বলে জানান দর্শকরা। 

চলচিত্র দেখতে আসা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত মালিহা ঐশী বলেন, বহুদিন পর খোলা আকাশের নিচে বসে সম্পূর্ণ একটা মুভি দেখেছি তাও আবার মুক্তিযুদ্ধের। মুভির মাধ্যমে আমরা দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, সাহসিকতা এবং কিশোরদের বীরত্ব সম্পর্কে ভাল একটা ধারণা পেয়েছি। 

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং বিজয় দিবসের তাৎপর্য আরও গভীরভাবে উপলব্ধি করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা  আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, 'আমার বন্ধু রাশেদ' একটি জনপ্রিয় বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এটি ২০১১ সালে মুক্তি পায় এবং ১৯৭১ সালের প্রেক্ষাপটে রাশেদ নামের এক স্কুলছাত্রের সাহসী কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের গল্প তুলে ধরে, যা সাধারণত স্কুল, কলেজ বা বিশেষ কোনো অনুষ্ঠানে প্রদর্শিত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence