হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও দোয়া
- ববি প্রদায়ক
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ PM
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বরিশাল বিশ্ববিদ্যালয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা দোয়া মাহফিল শেষে বিক্ষোভ মিছিল বের করে সুবিশাল ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আয়েজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সন্ধ্যা এসব কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং সমগ্র দেশের আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে সন্ত্রাসীদের দমনে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাদি ভাইয়ের কিছু হলে’, ‘জ্বলবে আগুন ঘরে ঘরে, এক হাদি হসপিটালে লক্ষ হাদী বাহিরে’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দেও গুঁড়িয়ে দেও, গোলামী না আজাদী আজাদী আজাদ ‘, ‘দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘জুলাইয়ের কন্ঠস্বর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী রাজপথের সহযোদ্ধা ওসমান হাদিকে টার্গেট কিলিংয়ের যে চেষ্টা তা আমরা কঠোর ভাবে প্রতিবাদ জানাই। সেই সঙ্গে বাংলাদেশপন্থি সবাই মিলে আমরা এই টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্রে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ইন্টেরিমকে এর জন্য কঠোর জবাব দিতে হবে।’
ছাত্রদলের ববি শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর বলেন, ‘৫ আগস্টের পরে আমরা সব দল-মত নির্বিশেষে একহয়ে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি সেটাকে প্রতিহত করতে ভারতীয় ইন্ধনে একটা গোষ্ঠী এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, ‘৫৬ হাজার বর্গমাইলের শ্রেষ্ঠ কমান্ডার ওসমান হাদিকে হত্যার এই অপচেষ্টার আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। বাংলাদেশে কোনো আধিপত্যবাদ আর চলবে না। পাশের দেশকে আমরা হুঁশিয়ার করি দিচ্ছি, প্রশাসনের সঙ্গে আতাত করে জুলাই উত্তর বাংলাদেশে অস্থিরতা চালানোর অপচেষ্টা করলে আমরা জুলাই যোদ্ধারা তা মেনে নিবো না।’
ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, ‘বাঙালি জাদি তিতুমীর, হাজি শরিয়তুল্লাহ ও ওসমান হাদির উত্তরসূরী। এক হাদিকে হত্যা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কন্ঠস্বরকে দমানো যাবে না, আমাদের মধ্যে থেকেই অসংখ্য হাদির জন্ম হবে।’
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুপুরে রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করেন।