ব্যারিস্টার ফুয়াদের পাশে দাঁড়ালেন তাসনিম জারা

তাসনিম জারা
তাসনিম জারা  © সংগৃহীত

বরিশালে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত এবং হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার উদ্বেগ জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। 

আজ রবিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ফেরিফায়েড আইডিতে একটি পোস্ট দেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের। ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল না থাকতে পারে। তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।’

তিনি বলেন, ‘রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দিবেন, না চাইলে দিবেন না। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোন আচরণ নয়। রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।’

জানা গেছে, আজ রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। 

এদিকে হেনস্তার অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জানান, আজ মীরগঞ্জে সেতু উদ্বোধনকালে উপস্থিত দুইজন উপদেষ্টাই উল্লেখ করেছেন, সেতুটি সবার প্রচেষ্টায় নির্মিত হয়েছে। তবে ফুয়াদ বলেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়া হয়েছে। উনি এ মন্তব্য কোনো দলকে নিয়ে বলেনি, এলাকার লোকজনকে নিয়ে বলেছেন। তাই স্থানীয় জনতা এর প্রতিবাদ করেছে। তার বক্তব্যের জন্য তাকে ‘অবাঞ্ছিত’ করা হয়েছে। তবে তাকে কোনো হেনস্তার ঘটনা ঘটেনি।

জানতে চাইলে ভুক্তভোগী ব্যারিস্টার ফুয়াদ বলেন, আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ আসে। তবে এখানে জেলা উপজেলার কথা বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে।


সর্বশেষ সংবাদ