শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ AM
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষা খাতে মোট জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে এবং সব পর্যায়ের শিক্ষকদের বেতন দ্বিগুণ করে উন্নত গ্রেড নিশ্চিত করতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ উল্লেখ করেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি বড় ঝাঁকুনি প্রয়োজন। শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা বাড়ানো ছাড়া টেকসই শিক্ষা উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, বিদ্যমান পাস কোর্স এবং অনার্স-মাস্টার্সের একটি বড় অংশ ধাপে ধাপে বন্ধ করে শিক্ষার্থীদের টেকনিক্যাল গ্র্যাজুয়েশনমুখী করতে হবে। এতে করে শিক্ষার্থীরা কর্মমুখী দক্ষতা অর্জন করবে এবং দেশের শ্রমবাজার আরও শক্তিশালী হবে।
শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য কাঠামোগত সংস্কার ও দক্ষ মানবসম্পদ তৈরিতে এই উদ্যোগগুলো জরুরি বলে মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।