জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে পরিচালিত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদনকারীরা আগামী ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন।

বর্ধিত সময়সীমা অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৫-২৬), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৫-২৬), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৫-২৬), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৪-২৫) এবং এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৪-২৫) কোর্সে ভর্তি আবেদন করা যাবে।

আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি ৬০০ টাকা সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে। ভর্তি কার্যক্রম শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে।

সংশ্লিষ্ট কলেজগুলোকে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence