জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের সিলেবাস ও কোর্স কোডে পরিবর্তন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের চূড়ান্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। ১২ নভেম্বর আপলোড হওয়া এই সিলেবাসই এখন থেকে পাঠদানে অনুসরণ করতে হবে জানিয়েছে কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র।
বিশ্ববিদ্যালয় জানায়, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, আইসিটি এবং মনোবিজ্ঞান বিষয়ের সিলেবাসে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং কয়েকটি কোর্সের কোর্সকোড হালনাগাদ করা হয়েছে, তবে অন্যান্য সব বিষয়ের সিলেবাস অপরিবর্তিত রয়েছে।
গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
আরও পড়ুন: শিক্ষক সংকটে স্থবির কুবির ফার্মেসি বিভাগ, সেশনজট থেকে বাঁচতে চান শিক্ষার্থীরা
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রোগ্রামের সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য সিলেবাস চূড়ান্ত করে বিগত ১২/১১/২০২৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। উল্লেখ্য যে, আপলোডকৃত চূড়ান্ত সিলেবাসসমূহের মধ্যে লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ও মনোবিজ্ঞান বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটি কোর্সের কোর্স কোড পরিবর্তন করা হয়েছে। এছাড়া অন্য সকল বিষয়ের সিলেবাস পূর্বের ন্যায় অপরিবর্তিত রয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে উক্ত সিলেবাস অনুসরণ করে পাঠদান করার জন্য অনুরোধ করা হয়।