এই নির্বাচন গত আট-দশটা নির্বাচনের মত হবে না: ইশরাক

বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন
বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন  © টিডিসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই নির্বাচন গত ৮-১০টি নির্বাচনের মত হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কবি নজরুল সরকারি কলেজের মুক্ত মঞ্চে শাখা ছাত্রদলের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাবার আত্মার মাগফেরাত কামনা করে ইশরাক বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পর্ব অতিক্রম করছে। আপনারা জানেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমাদের ধানের শীষের প্রার্থী যাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হোক না কেন , আমরা তার পক্ষেই দেশব্যাপী নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাব এবং তাকে বিজয়ী করার জন্য আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশকেই চায় নাই, স্বাধীনতাকে চায় নাই, এখন তাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হবে এবং জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে সেটা আমরা গত ১৭ বছরে পার করে এসেছি। এখন তারা নিত্য-নতুন দাবি তুলছে যেগুলো আমরা তখন পাইনি। তখন তারা আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়ে তাদের কার্যক্রম চালাচ্ছিল।’

ইশরাক হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম অঙ্গীকার হলো সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। দ্বিতীয় অঙ্গীকার গণহত্যার বিচার নিশ্চিত করা। তৃতীয় অঙ্গীকার বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত স্লোগান ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানই দলের মূল কথা বলেও জানান ইশরাক হোসেন। তিনি বলেন, ‘যারা এই ধারায় বিশ্বাসী, তারাই আগামী রাজনীতিতে জনগণের মনে স্থান করে নিতে পারবে। আর যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ব্যাপারে জনগণ যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে।’

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম । এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহব্বায়ক সাইদুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কেএম সিরাজ ইসলাম, যুগ্ম-আহ্বায়ক রোমান আহমেদ ও কামরুল ইসলাম কাননসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence