কবি নজরুল কলেজ 

ছাত্রদলের ৩০৩ সদস্যদের কমিটিতে নারী মাত্র একজন

০৭ অক্টোবর ২০২৫, ০৮:১০ AM
কবি নজরুল কলেজ ও ছাত্রদলের লোগো

কবি নজরুল কলেজ ও ছাত্রদলের লোগো © ফাইল ফটো

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগের তুলনায় নারী শিক্ষার্থীর অংশগ্রহণ অনেক বেড়েছে। ছাত্র রাজনীতিতেও তাদের অংশগ্রহণ এখন দৃশ্যমান। তবে এক্ষেত্রে নারী নেতৃত্বে পিছিয়ে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল। দীর্ঘদিন ধরেই এ কলেজ শাখা ছাত্রদলে নারী নেতৃত্বে ঘাটতি লক্ষ্য করা যায়।

দেশের বৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ছাত্রদল। ঢাকার একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে বিবেচিত কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল। এ প্রতিষ্ঠানে নারী ও পুরুষ শিক্ষার্থীর সংখ্যা প্রায় সমান হলেও, নারী শিক্ষার্থীদের ছাত্রদলের প্রতি কেন অনীহা, তা অনেকের মনে প্রশ্ন জাগায়।

সংগঠন সূত্রে জানা গেছে, এ বছর প্রকাশিত কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৩০৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নারী সদস্য রয়েছে মাত্র একজন। এতে নারী নেতৃত্ব রয়েছে প্রায় ০.৩৩ শতাংশের মতো এবং পুরুষ নেতৃত্ব রয়েছে প্রায় ৯৯.৬৭ শতাংশ।

একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে নারীদের অগ্রভাগে এগিয়ে আসা অপরিহার্য। একইভাবে ছাত্র রাজনীতিতেও নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্র রাজনীতিতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৩০৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির একমাত্র নারী যুগ্ম-আহ্বায়ক মেহেরুল আক্তার স্বপ্না জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ও সংগ্রামী ছাত্র সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে গণতন্ত্র, অধিকার এবং নেতৃত্বের চর্চায় কাজ করে আসছে। তবে নারী নেতৃত্বের প্রসঙ্গে বললে বিষয়টি এখনো চ্যালেঞ্জ ও সম্ভাবনা দুই দিকই বহন করে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের শাসনামলে নারী শিক্ষার্থীরা নির্যাতনের আশঙ্কায় ছাত্রদলে যোগ দিতে ভয় পেত। স্বৈরাচারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন মেয়ে শিক্ষার্থীরা ছাত্রদলে আসার জন্য আগ্রহী হচ্ছে এবং আমাদের সাথে নির্ভয়ে কথা বলছে। 

আরও পড়ুন: আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল

তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটে নারী নেতৃত্বের অংশগ্রহণ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদেও এখন নারী নেত্রীদের দেখা যায়। সংগঠনটি নারী শিক্ষার্থীদের নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করছে, যা একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। ছাত্রদলে আসার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ছাত্রদলে এসে যতটুকু দেখেছি এখানে নারী শিক্ষার্থীদের সম্মান করা হয়। আমাদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়েও সর্বদা খেয়াল রাখে।

নারী শিক্ষার্থীরা ছাত্রদলে আসতে অনীহা কেন, এমন প্রশ্ন উত্তরে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, বিগত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট শাসনামল মোকাবেলা করেছি। সে সময় ক্যাম্পাসে স্বাভাবিক রাজনীতি করার কোনো পরিবেশ ছিল না। তখন শুধু নারী শিক্ষার্থী নয়, ছেলেদের পক্ষেও রাজনীতি করা অত্যন্ত কঠিন ছিল। সেই পরিস্থিতিতেও কিছু মেয়ে রাজনীতিতে আগ্রহী ছিল। তাদেরকে এ কমিটিতে আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করেছি। ক্যাম্পাসগুলোতে রাজনীতি করার পরিবেশ ছিল না, আমরা সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। ইতিমধ্যেই অনেক মেয়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়েছে।

নতুন নারী শিক্ষার্থী যারা ছাত্রদলে যুক্ত হতে চাই তাদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দেশ তখনই শক্তিশালী কাঠামোর মধ্যে দাঁড়ায়, যখন ছেলে-মেয়ে উভয়েই ভূমিকা রাখে। তাই ছাত্রদলে নারীদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। কারণ আজ যারা রাজনীতি করবে, আগামী দিনে তারাই দেশ গঠনে নেতৃত্ব দেবে। সে কারণেই নারীদেরও অগ্রভাগে এগিয়ে আসা উচিত। তারা যদি যুক্ত হয়, তবে ছেলে-মেয়ে মিলেই একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9