২৪ ঘণ্টার মধ্যেই ছাত্রদলের তিন নেতার মৃত্যু

০৫ অক্টোবর ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১৬ AM
হাসিবুর রহমান, মেহেদী হাসান ও মিজান খান

হাসিবুর রহমান, মেহেদী হাসান ও মিজান খান © টিডিসি সম্পাদিত

২৪ ঘণ্টার ব্যবধানে জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতার মৃত্যৃর সংবাদ পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরমধ্যে একজনের আকস্মিক মৃত্যু হয়েছে, বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজান খান ও গুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার পর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। পরে তাৎক্ষণিকভাবে তাকে কাছের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯টার দিকে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।

এরপর শনিবার (৪ অক্টোবর) সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজান খান। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। এদিকে, একই দিনে বগুড়ার ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

আরও পড়ুন: ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত, হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে বলা হয়, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজান খান ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ও দেশপ্রেমিক একজন মেধাবী তরুণ হিসেবে তিনি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেন। জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে জাতীয়তাবাদী রাজনীতির জন্য মিজান খান জীবনের শেষসীমা পর্যন্ত নিরলস ভূমিকা পালন করে গেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়েছিল মেহেদী। এরপর দুইদিন ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জকসুর ভিপি প্রার্থী হওয়ার দৌড়ে শীর্ষে ছিলেন ছাত্রদলের হাসিব, হঠাৎ মৃত্যুই থামাল পথচলা

মেহেদীর মৃত্যুতে বগুড়া জেলা ছাত্রদল গভীর শোক প্রকাশ করছে জানিয়ে হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তার সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক ও ধৈর্য দান করুন।

জবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসিব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় বলে জানা গেছে।

দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাবিপ্রবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন …
  • ১৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য নির্দেশিকা: কম চিনি, বেশি প্রোটিন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9