কলেজ ছাত্রদল সভাপতি

এক মোটরসাইকেল চুরির জিজ্ঞাসাবাদে জানা গেল, আগে আরও একটি চুরি করেছেন

০৪ অক্টোবর ২০২৫, ১১:০৭ PM
দুই চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

দুই চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার © সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে আটক করে বাঘা থানা পুলিশ। পরে শনিবার (৪ অক্টোবর) সকালে উদ্ধার করা মোটরসাইকেলের মালিকরা বাঘা ও চারঘাট থানায় পৃথক দুটি চুরির মামলা করলে ওই মামলাগুলোতে রোহানকে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযুক্ত রোহান ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দা এবং চারঘাট আলহাজ এম. এ. হাদী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

পুলিশ ও মোটরসাইকেল মালিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শাকিল হোসেন নামে এক ব্যক্তি তার নতুন আর-ওয়ান ফাইভ এস মোটরসাইকেলটি রেখে পাশের দোকানে চা খেতে যান। ওই সময় সেখানে রোহানও উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে শাকিল দেখেন— তার মোটরসাইকেলটি নেই। পরে তিনি ও তার বাবা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় মোটরসাইকেলের জিপিএস ট্র্যাকার ব্যবহার করে রাজশাহী শহরের টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহানকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যে চারঘাটের বাবুপাড়া এলাকা থেকে চুরি হওয়া একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার ক্রাউন মোটরসাইকেল শোরুম থেকে উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক সোহাগ আলীকেও আটক করা হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর চারঘাটের বাবুপাড়া থেকে সোহেল রানা নামে এক ব্যক্তির অ্যাপাচি মোটরসাইকেলটি চুরি হয়। রোহান জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, সে মোটরসাইকেলটি ২৮ হাজার টাকায় বানেশ্বরের ওই শোরুমে বিক্রি করেছিল।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেল আইন অনুযায়ী মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন জানান, ‘দলীয় ফোরামে আলোচনা করে রোহানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ: ছাত্রদল
‘চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা’ খালেদা জিয়ার মৃত্যুর কারণ কিনা, …
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩০ আসনে এনসিপির প্রার্থী যারা
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী …
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটের মঞ্চে উপস্থিত এনসিপি নেত্রী— ‘গালিগালাজে আমি দমে যাবা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9