যেমন কাটছে কবি নজরুল কলেজ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব

কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা
কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। দেবী দুর্গার আগমনে রঙিন সাজে সেজেছে মণ্ডপগুলো, আর ভক্তিময় পরিবেশে শারদীয় এই উৎসব উদযাপন করছেন সবাই। এর ব্যতিক্রম নয় রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজও।

পূজার ছুটিতে কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ফিরে গেছেন নিজ নিজ এলাকায়। কেউ পরিবার-পরিজনের সঙ্গে উপভোগ করছেন পূজার প্রতিটি মুহূর্ত, আবার কেউ অংশ নিচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে, ধুনুচি নাচে কিংবা ঠাকুর দর্শনে। পূজার আনন্দে প্রাণবন্ত হয়ে উঠেছে শিক্ষার্থীদের মুখ।

কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী দৃশ্য ভট্টাচার্য বলেন, ‘আমাদের প্রাণের উৎসব দুর্গাপূজা। পূজার ছুটি পেলে আমরা যারা ঢাকায় থাকি, তারা চেষ্টা করি বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এ বছর কিছুটা শঙ্কাও কাজ করছে। আশা করি, মা দুর্গার আশীর্বাদে সব সমস্যার সমাধান হবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী সুজিত কুমার দাস বলেন, ‘আমাদের গ্রামের বাড়িতে পূজার আয়োজন অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। সন্ধ্যার পর ঢাক-ঢোল, ধুনুচি নাচ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই সময়টাকে আরও উৎসবমুখর করে তোলে। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, যেন প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়।’

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রীতি বিশ্বাস জানান, ‘এ বছর পূজার আনন্দটা একেবারেই পারিবারিক আবহে কাটছে। সকালের পূজা, গল্প-গুজব, এবং ভোগের খাবার—সব মিলিয়ে সময়টা বেশ আনন্দঘন। ধুনুচি নাচের প্রতিযোগিতায় অংশ নেওয়া ছিল আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘নবমী ও দশমীতে ঢাকার ঐতিহ্যবাহী পূজা প্যান্ডেলগুলো ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। আলোকসজ্জা, প্রতিমার কারুকার্য—সবই দেখতে মুখিয়ে আছি আমরা।’

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতার মৃত্যু 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী বাপ্পি রায় বলেন, ‘পরিবার-পরিজনের সঙ্গে কাটানো দুর্গোৎসব মানেই অনেক আনন্দ আর আবেগের মুহূর্ত। সিঁদুর খেলা, ঠাকুর দেখা, প্যান্ডেল ঘোরা, খিচুড়ি খাওয়া—সব মিলিয়ে এই ক'টা দিন অন্যরকম আনন্দে কাটছে।’

শিক্ষার্থীদের এমন অভিজ্ঞতা ও অনুভূতি থেকেই স্পষ্ট, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক গভীর সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীকও বটে। কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই উৎসব ছড়িয়ে দিচ্ছে সম্প্রীতির বার্তা, পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করছে এবং নব প্রজন্মকে সংস্কৃতির শিকড়ের সঙ্গে জুড়ে দিচ্ছে।

সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে, শারদীয় দুর্গোৎসব হোক শান্তি, শুভ এবং সৌহার্দ্যের প্রতীক—এই প্রার্থনাতেই মুখর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!