লোকপ্রশাসনকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন

২০ আগস্ট ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান ফটকে এসে মানববন্ধনে মিলিত হন

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান ফটকে এসে মানববন্ধনে মিলিত হন © টিডিসি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র কোডে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তর দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা। তাদের দাবি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের মতো একই ধরনের পাঠ্যক্রম থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডার থেকে বঞ্চিত রাখা হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান ফটকে এসে মিছিলটি মানববন্ধনে মিলিত হন।

এ সময় শিক্ষার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত ও মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয় হিসেবে অন্তর্ভুক্তি করার জোর দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, একই ধরনের পাঠ্যক্রম থাকা সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হলেও লোকপ্রশাসন বিভাগকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা হচ্ছে। তারা বলেন, লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলে কর্মসংস্থানের সুযোগই বাড়বে না, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় নীতি ও প্রশাসনিক জ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। এসময় শিক্ষার্থীরা অবিলম্বে সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে বিষয়গুলো বিবেচনা করে দাবি বাস্তবায়নের আহবান জানান।

মানববন্ধনে একাগ্রতা প্রকাশ করে অংশ নেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, আফজাল হোসেন শাকিল এবং বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: মুজাহিদুল ইসলাম।

আরও পড়ুন: কাদেরকে ভিপি, বাকেরকে জিএস মনোনীত করে ডাকসুতে বাগছাসের প্যানেল ঘোষণা

লোকপ্রশাসন বিভাগের প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক, আর তাদের এ ন্যায্য দাবি সরকারকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

বেরোবি লোকপ্রশাসন বিভাগের শিক্ষকরা জানান, এই বিভাগের পাঠ্যক্রম রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের মতোই শিক্ষা ক্যাডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবুও শিক্ষা ক্যাডার থেকে লোকপ্রশাসন বিভাগকে বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।

তারা আরও বলেন, লোকপ্রশাসন বিভাগ মূলত প্রশাসন, শাসনব্যবস্থা ও সমাজবিজ্ঞানভিত্তিক উচ্চতর জ্ঞান প্রদান করে। এ বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় দক্ষ জনশক্তি হিসেবে অবদান রাখতে পারবে। শিক্ষকরা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক, সময়োপযোগী এবং ন্যায্য। তাই সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা উচিত।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9