বেরোবিতে অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী, যেতে চান না হাসপাতালে
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৫:২১ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে চলা এ কর্মসূচির ২৪ ঘণ্টা পার হতে না হতেই চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত ৪ জন অসুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান।
যাদের মধ্যে ১৭ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। তবে পরে চারজনের মধ্যে জাহিদ হাসান জয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন। আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে স্বতন্ত্র আংশিক প্যানেলে লড়বেন এবি জুবায়ের-মোসাদ্দেকরা
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
অনশনে বসা ৯ শিক্ষার্থী হলেন—জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান এবং রুম্মানুল ইসলাম রাজ। এ ছাড়া অনসনে বসা এ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও।