তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব’
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৪২ PM
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মৌসুমি ফল উৎসব ২০২৫’। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত হয় এ ফল উৎসব।
দেশীয় সংস্কৃতি ও পুষ্টিকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করতে আয়োজিত এ ফল উৎসবে পরিবেশন করা হয় আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন, পেঁপে, ড্রাগন ফল, কাট লিচু, কলাসহ নানা রকম মৌসুমি ফল।
‘ফল খাই বেশি, বল পাই বেশি’ স্লোগানকে ধারণ করে আয়োজিত ফল উৎসবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ, কুমিল্লা-৪ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আ. আউয়াল খান, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. আতিকুজ্জামান, সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস মল্লিক এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক সমিতির সাবেক বর্তমান সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ফল আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। দৈনন্দিন খাদ্যতালিকায় ফল রাখলে নানা রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। পাশাপাশি দেশীয় ফল সংরক্ষণ ও প্রচারেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফল উৎসবে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আ. আউয়াল বলেন, প্রত্যেক সাংবাদিক হচ্ছেন কলম সৈনিক এবং তারা জাতির দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের আয়োজনে এমন একটি প্রাণবন্ত উৎসবে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এ আয়োজন প্রমাণ করে, তিতুমীর কলেজের সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহেই নয়, সমাজ সচেতনতা তৈরির ক্ষেত্রেও দায়িত্বশীল ভূমিকা রাখছেন। আমি অনুষ্ঠানের প্রশংসা করি এবং তাদের ভবিষ্যতের পথচলায় সাফল্য কামনা করি।
কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমদ বলেন, সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ যেসব ফল পাওয়া যায় প্রায় সবগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাংবাদিক সমিতির আয়োজিত এই ফল উৎসবে আসতে পেরে আমার খুব ভালো লাগছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতি কল্যাণ- অকল্যাণের সকল দৃশ্য ফুটে ওঠে সাংবাদিকদের মাধ্যমে। আমি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সকলকে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশের আহ্বান জানাই এবং সমিতির ভবিষ্যৎ সাফল্য কামনা করি।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, আমাদের সমিতি শুধু তথ্য ও সংবাদ সংগ্রহে সীমাবদ্ধ নয়, আমরা বিশ্বাস করি সচেতনতা, মূল্যবোধ ও শিক্ষামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফল উৎসব আয়োজনের মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
ফল উৎসব শেষে, সাংবাদিক সমিতির প্রয়াত সদস্য তামিম হোসেনের স্মরণে সমিতির কার্যালয়ে ‘তামিম স্মৃতি কর্নার’ উদ্বোধন করা হয়।