ইবি কর্মকর্তা সমিতির সভাপতি মারা গেছেন, উপাচার্যের শোক
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির সভাপতি ও অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. দেওয়ান টিপু সুলতান মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ জুন) বিকেলে তিনি ইন্তেকাল করেন। বেশ কিছুদিন আগে তিনি ব্রেইন স্ট্রোক করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা।
টিপু সুলতানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এতে বলা হয়, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে সমাসীন করেন। তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।
আরও পড়ুন: ডাকসুর নির্বাচন কমিশন গঠন ও তফসিলের দাবিতে ফের কর্মসূচির ঘোষণা
দেওয়ান টিপু সুলতানের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, শনিবার (১৪ জুন) বেলা ১১টায় টিপু সুলতানের প্রথম জানাযা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বাদ যোহর কুষ্টিয়া হাউজিংয়ে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।