ভর্তিচ্ছুদের সহযোগিতায় ইবির বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ

বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা
বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদ তথা ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 
আজ রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে এ পরীক্ষা চলছে। এতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা।

‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ২৪ পরীক্ষার্থী। শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছেন। তবে শিক্ষার্থীদের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মোড়ে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা দায়িত্বরত আছেন। সংগঠন দুটির সদস্যরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, হলে প্রবেশের লাইন ঠিক করা, বিভিন্ন ফটকে নিরাপত্তা প্রদান, পরীক্ষার্থীদের আসবাব হেফাজতে রাখা, শিক্ষার্থীদের হলে পৌঁছে দেওয়াসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। এ ছাড়া হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের চেকিং কক্ষ দেখিয়ে দেওয়া, প্রবেশপত্রে ভুল হলে ঠিক করে দেওয়ার কাজও করছে সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা বলেন, ‘স্বেচ্ছাসেবা একটি মহৎ কাজ। এর মাধ্যমে আমরা দেশের সেবা করার সুযোগ পাচ্ছি। আমরা দেশ ও জনগণের সেবার জন্য এই সংগঠনে যুক্ত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও অনুষ্ঠানে আমরা প্রশাসনকে সহযোগিতা করে থাকি। সেই ধারাবাহিকতায় নতুন ভর্তিচ্ছুদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা চাই সুন্দরভাবে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হোক।’

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি

ইবি বিএনসিসির সিইউও মুগ্ধ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা বিএনসিসি সেনা ও নৌ শাখার সদস্যরা আছি। আমরা নিরলসভাবে শিক্ষার্থীদের সহযোগিতায় ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের সহায়তায় প্রধান ফটকে আমাদের বুথ ও হেল্প ডেস্ক রয়েছে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।’

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, ‘রোভার স্কাউট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সব সময় শিক্ষার্থী ও মানুষের কল্যাণে কাজ করছি। আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তাদের আসবাব রাখার জন্য বুথ রয়েছে। পরীক্ষা বেশ সুষ্ঠুভাবেই চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অসংগতি দেখা যায়নি। আমাদের সদস্যরা ভর্তিচ্ছুদের দিকনির্দেশনা প্রদানসহ সকব রকম সহযোগিতা করে যাচ্ছে।’


সর্বশেষ সংবাদ