আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৮:৩৯ AM
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
শনিবার (১০ মে) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের নেতারা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই’; ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’; ‘লীগ ধরে, জেলে ভর’; ‘আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’; ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’; ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: ঢাকা আলিয়ায় ৩০ বছর ধরে ৪৪ পদে নেই শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘প্রচণ্ড গরম উপেক্ষা করেও ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলনে আসায় সবার প্রতি কৃতজ্ঞতা। জুলাই অভ্যুত্থানের সময় বারবার মনে হতো যে আমাদের আন্দোলনের দিনগুলো দীর্ঘ হতে চলেছে। আজ ৮-৯ মাস পরে আমাদের আরেকটা আন্দোলন করতে হচ্ছে এই আন্দোলনটিও আমাদের ধৈর্যের সঙ্গে পরিচালনা করতে হবে। আওয়ামী লীগের ফায়সালা ৫ আগস্টেই হয়ে গেছে। সরকার তাদের নিষিদ্ধ না করলেও জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ে আমরা একটি ম্যান্ডেট নিয়ে একত্র হলেও বর্তমানে ব্যক্তিগত চাওয়ার কারণে কেউ কেউ আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্নে নমনীয়তা দেখাচ্ছে। জুলাই অভ্যুত্থানে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ছিলাম আগামী দিনেও আমরা তাদের পাশে পাবো বলে আশা করছি।’