ডাকসুর নির্বাচন কমিশন গঠন ও তফসিলের দাবিতে ফের কর্মসূচির ঘোষণা

১৩ জুন ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৫:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (১৩ জুন) সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১৬ জুন (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। এতে ডাকসু নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে কোনো গোষ্ঠী যাতে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে, সে জন্য আগাম সতর্কতা হিসেবে ১৫ জুন (রবিবার) থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘এর আগে ২ জুনের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার আশ্বাসে আমরা অনশন প্রত্যাহার করেছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি হয়নি। তাই এবার সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন বন্ধ হবে না। প্রয়োজনে আন্দোলনের মাত্রা আরও তীব্র হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের টাইমলাইন দেওয়া সম্ভব হলে ডাকসু নির্বাচন নিয়ে এত তালবাহানা কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার আদায়ে কখনো পিছিয়ে থাকে না। এবারও তার ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ।’

ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬
পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬