বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইউআইইউর তিন গবেষক

২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫১ PM
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা পাওয়া ইউআইইউর তিন শিক্ষক

বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা পাওয়া ইউআইইউর তিন শিক্ষক © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং বিখ্যাত গবেষণা এলসেভিয়ারের সমন্বিত জরিপে বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তিনজন শিক্ষক। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে। 

বিশ্বের ২ লাখ ১০ হাজারের বেশি বিজ্ঞানীদের মধ্যে থেকে গবেষণার বিভিন্ন মানদণ্ড ও পদ্ধতির মাধ্যমে নির্বাচিত সেরা ২ শতাংশ গবেষকদের তালিকা প্রকাশ করা হয়। এ বছর ইউআইইউর তিনজন শিক্ষক প্রফেসর ড. মো. কামরুজ্জামান, প্রফেসর ড. আল সাকিব খান পাঠান এবং ড. সৈয়দ মাসুদুর রহমান দেওয়ান বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছে।

ইউআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. আল সাকিব খান পাঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের জন্য, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান আর্থিক উদ্ভাবন, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং টেকসই অর্থায়ন ক্ষেত্রের জন্য এবং স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের সহকারী অধ্যাপক  ড. সৈয়দ মাসুদুর রহমান দেওয়ান ভাস্কুলার জীববিজ্ঞান, প্রদাহ এবং ফার্মাকোলজি ক্ষেত্রের জন্য তালিকাভুক্ত হন। 

বৈজ্ঞানিক গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ ও অর্থনীতি, টেকসই অর্থায়ন, ভাস্কুলার জীববিজ্ঞান এবং উদ্ভাবনে ব্যতিক্রমী অবদানের জন্য তারা এই অসাধারণ সম্মান পেয়েছেন।

ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং এলসেভিয়ারের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে বলেন এই স্বীকৃতি ইউআইইউর জন অন্যতম গরুত্বপূর্ণ অর্জন। এ ছাড়া তিনি ভবিষ্যতে এই তালিকায় ইউআইইউর আরও শিক্ষক স্থান পায়, সে জন্য শিক্ষকদের গবেষণায় মনোনিবেশ করার পরামর্শ দেন।

ছাত্রীবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কঠিনতম বক্তৃতাতেও বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৭০ টাকা হারানোয় ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে সড়কের পাশে দুই শিশুসন্তানকে ফেলে যাওয়ায় ঘটনায় …
  • ৩১ ডিসেম্বর ২০২৫