ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ PM
গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠানে অতিথিরা

গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠানে অতিথিরা © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫’। কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে সরকারের নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও শিল্পখাতের শীর্ষ নির্বাহীরা মতবিনিময় করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ, প্যানেল আলোচনা ও উচ্চ পর্যায়ের সংলাপের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে এআই ও সাইবার স্থিতিস্থাপকতার কৌশলগত দিকগুলোকে গুরুত্ব দেওয়া হয়।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো: ছিবগাত উল্লাহ, দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসির চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। 

কনক্লেভের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক দুটি মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইউআইইউর এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন এবং ইউআইইউর সিএসই বিভাগের প্রফেসর ড. সোহরাব হোসেন ।

মূল আলোচনার পর ‘গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্টি ডায়লক অন এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক একটি উচ্চ-স্তরের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব ড. ইমাদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুল হাই, ফেলিসিটি আইডিসি লিমিটেড’র সিইও জনাব শরিফুল আলম, টেকনো গ্রিন কার্বন লিমিটেড’র পরিচালক ড. আনিকা আলী এবং লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিটিও এবং পরিচালক এসএআর মো: মুইনুল ইসলাম প্রমুখ। 

আলোচনায় বাংলাদেশে এআই এবং সাইবার-নিরাপত্তার সুযোগ সুবিধা, সাইবার স্থিতিস্থাপকতা জোরদার এবং চ্যালেঞ্জগুলি অন্বেষণ করার বিষয়ে সরকারি, শিক্ষা এবং শিল্প খাতের প্রতিনিধিরা তুলে ধরেন।

এই কনক্লেভ সরকার, একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ ছাড়া বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় এআই এবং সাইবার-নিরাপত্তা প্রস্তুতির কৌশলগত দিকগুলোর উপর গুরুত্ব দেয়া হয়। উদ্ভাবন, উন্নয়ন এবং আন্তঃসহযোগিতার ক্ষেত্রে ইউআইইউ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9