ইউআইইউতে ‘মিট দ্যা চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ’ শীর্ষক তিন রোবটিকস টিমের সংবর্ধনা

১০ আগস্ট ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৬:৩২ PM
ইউআইইউতে ‘মিট দ্যা চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ’ শীর্ষক তিন রোবটিকস টিমের সংবর্ধনা অনুষ্ঠান

ইউআইইউতে ‘মিট দ্যা চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ’ শীর্ষক তিন রোবটিকস টিমের সংবর্ধনা অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাপ ফোরামের (ইএলএফ) উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় ‘মিট দ্যা চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর দেড়টায় ইউআইইউ ক্যাম্পাসে সম্প্রতি আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন রোবটিকস প্রতিযোগীতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডির উপদেষ্টা এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান অপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. এস. এম. সালাহউদ্দিন।

‘ইউআইইউ মার্স রোভার টিম’ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় টানা চতুর্থবারের মতো ১ম স্থান অর্জন এবং বিশ্বব্যাপী ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। ‘ইউআইইউ মার্স রোভার টিম’ ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগীতায় এশিয়ায় ১ম হয়েছিলো। এছাড়াও ‘ইউআইইউ মার্স রোভার টিম’ তুরস্কের স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) দ্বারা আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ -এ বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে।

‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি দ্বারা আয়োজিত ক্যানস্যাট ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় ২য় স্থান এবং বিশ্বে ৭ম স্থান অর্জন করেছে। ইউআইইউ টিম ২০২৪ সালের ক্যানস্যাট প্রতিযোগীতায় এশিয়ায় ৩য় এবং বিশ্বে ১১তম হয়েছিলো। 

‘ইউআইইউ মেরিনার’ টিম যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি দ্বারা আয়োজিত মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় চ্যাম্পিয়ন এবং বিশ্বব্যাপী ৫ম স্থান অর্জন করেছে। এছাড়াও দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয়।

বিশেষ অতিথি আরিফুল হাসান অপু শুরুতেই ইউআইইউর বিজয়ী তিন রোবটিকস দলকে অভিনন্দন জানিয়ে বলেন ইউআইইউর এই দলগুলো বাংলাদেশের প্রযুক্তির মানচিত্র বদলে দিচ্ছে। তার কণ্ঠে ছিল গর্ব আর ভবিষ্যতের স্বপ্নের মিশেল। এশিয়ায় টানা চতুর্থবারের মতো ১ম স্থান অর্জন করায় ‘ইউআইইউ মার্স রোভার’ টিমকে বিশেষ করে ধন্যবাদ প্রদান করেন। এই বিশ্বায়নের যুগে সফলতার জন্য শিক্ষার্থীদেরকে পড়াশুনার পাশাপাশি টেকনোলোজিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।  

উক্ত অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন কলেজের যেমন- নটরডেম কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বিএএফ শাহীন কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, নৌবাহিনী কলেজ, ঢাকা, শহীদ পুলিশ স্মৃতি কলেজ সহ মোট ৯টি কলেজের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত বিশিষ্ট্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইউআইইউ
লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্য…
  • ১৪ জানুয়ারি ২০২৬
পর্দা নামলো ঢাবির এফ এইচ হল ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের
  • ১৪ জানুয়ারি ২০২৬
জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা
  • ১৪ জানুয়ারি ২০২৬
নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9