যুক্তরাষ্ট্রে মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে ‘ইউআইইউ মেরিনার’ দল

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মেরিনার’ দল
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মেরিনার’ দল  © সংগৃহীত

মেরিন টেকনোলজি সোসাইটি দ্বারা আয়োজিত মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মেরিনার’ দল। আগামী ১৭-২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেরিন টেকনোলজি সোসাইটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা আয়োজন করে। 

ইউআইইর অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ক্রু দলটি সম্প্রতি স্থানীয় একটি দলের সঙ্গে একটি লাইভ প্রদর্শনীর মাধ্যমে তাদের নিজস্ব তৈরি রোভ ও হাইড্রাআর্চেলিয়ন প্রদর্শন এবং একটি হ্রদ থেকে প্লাস্টিকের বোতল ও জটলা মাছ ধরার লাইন উদ্ধার করে। এ প্রদর্শনী কেবল হৃদের পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি পরিবেশগত তত্ত্বাবধান ও প্রচারের প্রতি দলের নিষ্ঠাও প্রদর্শন করে।

মাত্র ৫ মাসে ‘ইউআইইউ মেরিনার’ এর তৈরি ছয়টি মেরিন রোবট প্রোটোটাইপ রয়েছে, এর মধ্যে অন্যতম হাইড্রাআর্চেলিয়ন২.০ এবং হাইড্রাঅক্টোবোট২.০। এ মডুলার ডিজাইন জাহাজ ভাঙা জরিপ থেকে শুরু করে পানির নিচের অবকাঠামো মেরামতসহ বিভিন্ন কাজ করতে পারে। 

‘ইউআইইউ মেরিনার’ দলনেতা ছিলেন আনিকা তাবাসসুম অর্চি এবং প্রকল্প ব্যবস্থাপক, গবেষণা ও উন্নয়ন প্রধান হিসেবে ছিলেন ফারহান জামান। দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফাহিম হাফিজ, এবং ইঞ্জিনিয়ার সাইফুর রহমান। 

জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংগ্রহণের জন্য ‘ইউআইইউ মেরিনার’ দলটি কেবল উন্নত রোবোটিক্সই নয়, তাদের বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের সম্মিলিত সহায়তা ও দক্ষতা বহন করবে, যা বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিনিধিত্ব করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence