ইউআইইউতে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ‘সুস্বাস্থ্য’ প্ল্যাটফর্ম উদ্বোধন

০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ PM
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকাবি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ক্যান্সার বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকাবি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ক্যান্সার বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে ‘ফরম আওয়্যার টু এমপাওয়ার’ শীর্ষক একটি সেমিনার এবং ইউআইইউ পরিবারের জন্য এআইভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুস্বাস্থ্য’-এর উদ্বোধন অনুষ্ঠান আজ ৮ অক্টোবর (বুধবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলী নাফিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মুস্তাক ইবনে আইয়ুব।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন প্রদান করেন ইউআইইউর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. এস এম রফিকুল ইসলাম। 

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনা তৈরি করা। যার মাধ্যমে একদিকে সবার মধ্যে প্রাথমিক ও পর্যায়ক্রমিক স্ক্রিনিংয়ের সচেতনতা বাড়বে এবং অন্যদিকে তাদের সময়মতো ঝুঁকি মূল্যায়ন, নিয়মিত পরীক্ষা-নিরিক্ষা এবং উন্নত চিকিৎসা প্রদানের মাধ্যমে মৃত্যুহার কমবে।

অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশে স্তন ক্যান্সারের বর্তমান পরিস্থিতি এবং এর প্রতিকার ও চিকিৎসা তুলে ধরেন। এ ছাড়া তারা আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং ক্যান্সারের জেনেটিক ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনার শেষে ইউআইইউ পরিবারের জন্য সমন্বিত এআইভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুস্বাস্থ্য’-এর উদ্বোধন করা হয়। এই সল্যুশনটি তৈরি করেছে সিমেড হেলথ লিমিটেড, যা ইউআইইউর নিজস্ব ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক)-এর গবেষণা থেকে বাণিজ্যিকীকরণের একটি সফল উদ্যোগ।

এই প্ল্যাটফরমটি ইউআইইউর সব শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা, ব্যক্তিগত ঝুঁকি মূল্যায়ন, প্রাথমিক স্ক্রিনিং, টেলিমেডিসিন পরামর্শ এবং নিয়মিত ফলোআপ। প্ল্যাটফর্মটিতে ইউআইইউ মেডিকেল সেন্টারের ডাক্তারদের জন্য একটি বিশেষ ড্যাশবোর্ড রয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর ডেটা ব্যবহার করে ক্যাম্পাসব্যাপী স্বাস্থ্যনীতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির সহযোগী প্রতিষ্ঠান সিমেড হেলথের প্রতিষ্ঠাতা এবং ইউআইইউর আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন প্ল্যাটফর্মটির কার্যকারিতা তুলে ধরেন। এরপর অংশগ্রহণকারীদের জন্য একটি বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। এই উদ্যোগটি স্বাস্থ্য-সচেতন ও সক্রিয় ক্যাম্পাস পরিবেশ তৈরিতে এআই প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বহন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকাবি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ক্যান্সার বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9