ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিডিয়া ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া  © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ আয়োজিত ‘ইউআইইউ মিডিয়া ফেস্ট-২০২৫’ শিরোনামে আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিডিয়া কুইজ, কন্টেন্ট প্রজেকশন, ডকুমেন্টারি স্ক্রিনিং, স্টার টক এবং ফটোগ্রাফি এক্সিবিশনসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. হামিদুল হক, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক এবং রেজিস্টার ডা. মো. জুলফিকার রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম।

মিডিয়া ফেস্টে ফটোগ্রাফি এক্সিবিশন ও কন্টেন্ট প্রজেকশন, মিডিয়া কুইজ এবং তারকা কথনের মতো ধারাবাহিক অনুষ্ঠান পরিচালনা করেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মারিও হিরস্টেইন, প্রভাষক মিসেস কাজী কামরুন নাহার তানিয়া, প্রভাষক মিসেস সুমিয়া জাহিদ, প্রভাষক মিসেস উম্মে আম্মারা। 
 
ফেস্টের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের উদ্দেশে তুলে ধরেন বিখ্যাত অভিনেত্রী মিসেস মেহজাবিন চৌধুরী, কন্টেন্ট ক্রিয়েটর মিসেস কারিনা কায়সার, নিউজ২৪-এর বার্তা প্রধান জনাব শরিফুল ইসলাম খান, চলচ্চিত্র পরিচালক মাকসুদ হোসেন ও জনাব শঙ্খ দাশগুপ্ত এবং অক্সফ্যাম বাংলাদেশের ইনফুলুয়েন্সিং, কমিউনিকেশনস্, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়ার প্রধান মো. শরিফুল ইসলাম। 

ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা, ইউআইইউ কালচারাল ক্লাব, ইউআইইউ ফটোগ্রাফি ক্লাব এবং ইউআইইউ ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে নানা ধরনের পারফর্ম করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মিডিয়া বিশেষজ্ঞ এবং সাংবাদিকরাসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ