ইউআইইউ-পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক সই

১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩২ PM
এমওইউ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এমওইউ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন © সংগৃহীত

গবেষণা ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা জোরদারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে একটি গবেষণা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ সায়েন্টিস্ট প্রফেসর মাহমুদুল হাসান এবং পিএনজেড ইনোভেশনের প্রোগ্রাম ম্যানেজার এবং ইনোভেশন আইওটি ডিভাইসস অ্যান্ড অটোমেশনের প্রধান শফিউল আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়ন এবং সম্মিলিত গবেষণাগুলোকে উচ্চ মানের জার্নালে প্রকাশ করা হবে। ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণায় সহযোগীতা ও সহজতর করবে। এছাড়াও দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা প্রকল্প, দক্ষতা ভাগাভাগি, অনুদান প্রয়োগ করেবে। কৃষি, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিকভাবে প্রযুক্তিগত সমাধানে উভয় প্রতিষ্ঠান এক সাথে কাজ করবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) বিভিন্ন বিষয়ক গবেষণার ক্ষেত্রে গুণগত গবেষণা ও গবেষণা কার্যক্রমকে উন্নীত করার লক্ষে গবেষকদের জন্য গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) তহবিল প্রদানের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ২০১৯ সাল থেকে ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় ৮০ মিলিয়ন টাকারও বেশি গবেষণা ফান্ড করেছে। আইএআর বছরে দুবার গবেষণা প্রস্তাবনা আহবান করে থাকে এবং বর্তমানে ১২০টির বেশি গবেষণা প্রকল্প অর্থায়ন করেছে। 

রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9