এআইইউবি-ফেন্সিং ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এআইইউবি ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়
এআইইউবি ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বিএফএফ) মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের ফলে আগামী তিন বছরের জন্য এআইইউবি বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

গত ১৩ আগস্ট এআইইউবি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

সমঝোতা স্মারকে এআইইউবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিএফএফের পক্ষে স্বাক্ষর করেন অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, সভাপতি, বিএফএফ। 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান; প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান; ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন-ইনচার্জ প্রফেসর ড. আনোয়ার হোসেন; বিএফএফের কোষাধ্যক্ষ কাজী সাইফুল হক; জাতীয় কোচ মো. আবু জাহিদ চৌধুরী এবং এআইইউবির স্পোর্টস অফিসের কো-অর্ডিনেটর  মো. জয়নাল আবেদীন। 

এই সমঝোতা স্মারকের ফলে আগামী তিন বছরের জন্য এআইইউবি বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশে ফেন্সিং খেলার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


সর্বশেষ সংবাদ