এআইইউবি’র ‘বেস্ট সাসটেইনেবল ইনিশিয়েটিভ-ইউনিভার্সিটি’ স্বীকৃতি অর্জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ‘বেস্ট সাসটেইনেবল ইনিশিয়েটিভ-ইউনিভার্সিটি’ ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা-তে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার এবং উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ- এর উদ্যোগে আয়োজিত এ সম্মাননা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ। এআইইউবি-এর ‘দ্য রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি’ শীর্ষক প্রকল্পের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। ম্যাগনা কার্টা অবজারভেটরি (এমসিও)-এর সহযোগিতায় পরিচালিত এ প্রকল্প ঢাকার অন্যতম বৃহৎ বস্তি কড়াইল এলাকায় বাস্তবায়িত হয়। প্রকল্পটি এসডিজি ১ (দারিদ্র্য বিমোচন), এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), এসডিজি ৪ (গুণগত শিক্ষা), এসডিজি ৫ (লিঙ্গ সমতা), এসডিজি ১০ (অসমতা হ্রাস) এবং এসডিজি ১১ (টেকসই নগর ও বসতি) বাস্তবায়নে কার্যকর অবদান রাখে।
প্রকল্পের আওতায় এআইইউবি-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে স্বল্প ব্যয়ে গৃহ উন্নয়ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম এবং নৈতিক শিক্ষা কর্মশালা পরিচালনা করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল নারী উদ্যোক্তাদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও পিয়ার-টু-পিয়ার মাইক্রোফাইন্যান্স সুবিধা প্রদান, যার মাধ্যমে তারা নিজেরা আয় সৃষ্টি এবং অন্য নারীদের প্রশিক্ষণ দিতে সক্ষম হবেন।