দক্ষিণ এশিয়ায় রক্তস্বল্পতা হ্রাসে আঞ্চলিক সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এআইইউবির ড. সাবুক্তাগিন

রক্তস্বল্পতা হ্রাস বিষয়ক আঞ্চলিক কারিগরি পরামর্শ সভা
রক্তস্বল্পতা হ্রাস বিষয়ক আঞ্চলিক কারিগরি পরামর্শ সভা  © সংগৃহীত

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হলো ‘দক্ষিণ এশিয়ার নারীদের রক্তস্বল্পতা হ্রাস বিষয়ক আঞ্চলিক কারিগরি পরামর্শ সভা’, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) পাবলিক হেলথ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাবুক্তাগিন রহমান।

গত ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী চলা এ পরামর্শ সভার আয়োজক ছিল সার্ক ও ইউনিসেফের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস। ‘নরিশিং সাউথ এশিয়া: রিডিউসিং অ্যানিমিয়া ইন অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড উইমেন অব সাউথ এশিয়া’ শীর্ষক এ সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ড. সাবুক্তাগিন। এ গুরুত্বপূর্ণ পরামর্শ সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, জাতীয় ও আঞ্চলিক বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং অ্যাকাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক বিজ্ঞানী ও প্রোগ্রাম বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। 

সভায় রক্তস্বল্পতা প্রতিরোধে নতুন গবেষণা, উদ্ভাবনী ধারণা, কার্যকর নীতিমালা এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। ড. সাবুক্তাগিন রহমান ‘স্ট্রেংথেনিং নলেজ, মেজারমেন্ট, রিসার্চ অ্যান্ড লার্নিং’ শীর্ষক একটি কারিগরি সেশনের সঞ্চালনা করেন।

বক্তব্যে তিনি মানব জীববিজ্ঞান, পরিবেশগত কারণ এবং প্রোগ্রামভিত্তিক উদ্যোগগুলোর আন্তঃসম্পর্ক ও রক্তস্বল্পতা নিয়ন্ত্রণে এসব উপাদানের প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে, তিনি আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের রক্তস্বল্পতা নিয়ন্ত্রণ কর্মসূচিতে ‘কোর্স কারেকশন’-এর প্রয়োজনীয়তা তুলে ধরে একটি বাস্তবায়নযোগ্য গবেষণা পরিকল্পনা উপস্থাপন করেন। 

এছাড়াও, ড. রহমান গেটস ফাউন্ডেশনের গ্লোবাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রেসিডেন্ট ড. ক্রিস্টোফার এলিয়াসের আয়োজিত একটি বিশেষ সাইড ইভেন্টে অংশগ্রহণ করেন এবং তিনি বাংলাদেশের ভূতাত্তিক ও মানব জীববৈজ্ঞানিক প্রেক্ষাপট তুলে ধরেন, যা দেশের রক্তস্বল্পতা সমস্যা আরও জটিল করে তুলেছে। ড. রহমানের এ অংশগ্রহণ বাংলাদেশে জনস্বাস্থ্য গবেষণা ও নীতিনির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ