এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঢাকা কমার্স কলেজ চ্যাম্পিয়ন

এআইইউবি আন্ত-কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫
এআইইউবি আন্ত-কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫  © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি)-এর ক্যাম্পাসে ‘এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) এটি অনুষ্ঠিত হয়। 

গত ২৯ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে ঢাকার বিভিন্ন কলেজের ৩২টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ঢাকা কমার্স কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকে ৫ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রহমান, প্রক্টর ড. মনজুর এইচ. খান এবং এফবিএ গ্র্যাজুয়েট প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর না রেখে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।’ 

আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সার্বিক পরিচালনায় ছিলেন এআইইউবি অফিস অব স্পোর্টস-এর কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিন। 

উল্লেখ্য, প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করে এআইইউবি, যা কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ামনা, পারস্পরিক সম্প্রীতি ও সৃজনশীলতা বাড়াতে ভূমিকা রাখছে।


সর্বশেষ সংবাদ