সারাদেশে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি পালন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৫ AM

তিন দফা দাবিতে সহকারী শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’র ডাকে সারাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করছেন। আজ সোমবার (২৬ মে) সকাল ৯টা থেকে শিক্ষকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও ক্লাস গ্রহণ থেকে বিরত থাকেন তারা।
কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বেতন কাঠামো সংস্কার, পদোন্নতি এবং চাকরির জটিলতা নিরসনের দাবি পুনরায় জোরালোভাবে উপস্থাপন করেছেন। ঐক্য পরিষদ জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে।
এর আগে, একই দাবিতে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
আরও পড়ুন:
তিন দফা দাবির মধ্যে রয়েছে কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে ১১তম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির ভিত্তিতে দ্রুত প্রধান শিক্ষক পদে উন্নীতকরণ।
এছাড়াও, শিক্ষকদের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়েছে— শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
এ বিষয়ে ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সরকার তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে।