এনসিটিবিকে বাদ দিয়ে প্রাথমিকের বই ছাপার দায়িত্ব চান প্রাথমিক উপদেষ্টা

প্রাথমিক উপদেষ্টা
প্রাথমিক উপদেষ্টা  © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-কে বই ছাপা ও বিতরণের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

শনিবার (১০ মে) সকালে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, এনসিটিবি কারিকুলাম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ করবে, কিন্তু বই ছাপা ও বিতরণ ম্যানেজারিয়াল কাজ, এটা আমরা মন্ত্রণালয় করতে চাই। এতে এনসিটিবিকে ভাগ করার কোনো প্রয়োজন নেই। উপদেষ্টা বলেন, আমাদের দেশে শিক্ষাবিষয়ক প্রশাসনিক বিভাজন কিছুটা অসম্পূর্ণ। এই কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সমন্বয়হীনতা দেখা দেয়। দুই মন্ত্রণালয়ের সমন্বয় ছাড়া শিক্ষার পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়।

অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানান,পট পরিবর্তনের পর পাঠ্যবই সংশোধনে বিলম্ব হওয়ায় এনসিটিবি সময়মতো সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারেনি। শিক্ষাবর্ষের তৃতীয় মাসে এসে সব বই বিতরণ সম্পন্ন হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

অনুষ্ঠানে তিনি আরও জানান, দেশের প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই সংকট প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। পাশাপাশি শিক্ষা খাতে বাণিজ্যিকীকরণের প্রবণতা বাড়ায় শিক্ষার মান প্রশ্নের মুখে পড়ছে।

অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ১৮টি ক্রীড়া ও কুইজ ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন শেরপুরের মো. ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট হয়েছেন টাঙ্গাইলের মুহাম্মদ রফিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবির চৌধুরী।


সর্বশেষ সংবাদ