ইসলামি আন্দোলন বাংলাদেশ নেতাদের জামায়াতে যোগ © সংগৃহীত
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ১০ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মিজান মেম্বারের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
জামায়াতে যোগদানকারীরা হলেন,আব্দুল্লাহপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. ফরহাদ আমিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আফরান উল্লাহ মুন্সি,ইসলামী আন্দোলন বাংলাদেশ এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হাওলাদার, ইসলামী যুব আন্দোলন এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল হাওলাদার, ইসলামী আন্দোলনের কর্মী মো. আতাউর শহীদ পাটওয়ারী, মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহ আলম পাটওয়ারী, মো. জাকির হোসেন পাটওয়ারী, আলাউদ্দিন পাটওয়ারী এবং ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী মো. রাজিব হাওলাদার।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের হোসেন, সেক্রেটারি প্রভাষক রেজাউল করিম, জামায়াত নেতা হাফেজ আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
এদিকে এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আব্বাস উদ্দীন বলেন, যোগদানকারীরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা এর সহযোগী সংগঠনের কোনো দায়িত্বশীল নন। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ব্যক্তিকে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে পরিচয় দিয়ে অনলাইন ও অফলাইনে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।