নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যজনক পোস্ট করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) ফেসবুকে তিনি এ পোস্ট করেন। তিনি এতে বলেন, ‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছে। সবাই সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশ নিন।’
কাকে উদ্দেশ্য করে নাসীরুদ্দিন পাটওয়ারী এ মন্তব্য করেছেন, তা তিনি স্পষ্ট করেননি। তবে, ধারণা করা হচ্ছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করে থাকতে পারেন। কারণ, তারেক রহমান ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর পূর্বাচলে আয়োজিত এক সমাবেশে বলেছিলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। এরপর থেকে প্রতিপক্ষ দলগুলোর নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যে তার এ ‘প্ল্যান’ কেন্দ্রিক বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ সমালোচনামূলক বক্তব্য দিতে দেখা গেছে।
তাছাড়াও, নির্বাচন ঘিরে সারাদেশে নির্বাচনী সহিংসতার খবর শোনা যাচ্ছে। বিশেষ করে, জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃতাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এরই মধ্যে, গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের হামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন।
এর আগে, মঙ্গলবার রাজধানীর কাকরাইলে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীর পাটওয়ারী নিজেই বিএনপি নেতাকর্মী কর্তৃক হামলার শিকার হন। এ কারণেও তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন এ ফেসবুক পোস্টটি করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।