মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম © টিডিসি ফটো
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, 'গত ৫২/৫৪ বছর যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তাতে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়ন হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা দুর্নীতিতে পাঁচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।'
তিনি বলেন, '৫ আগস্টের পর এদেশে ন্যায়বিচারসহ মানুষের সব অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সৃষ্টি হয়েছিল। আমরা সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি, পরিবেশও অনুকূলে ছিল। কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতালোভীরা তখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়।'
পীর সাহেব চরমোনাই আরও বলেন, 'বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোট পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, বরং প্রচলিত নিয়মেই দেশ চালাবে। যদি তাই হয়, তাহলে এত জীবন দেওয়ার প্রয়োজন কী ছিল? আবু সাইদ বুক পেতে দিয়ে কেন বৈষম্য দূর করতে চেয়েছিল? মুগ্ধ কেন ‘পানি, পানি’ বলে মাটিতে লুটিয়ে পড়েছিল? তারা কেউই প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেননি।'
তিনি এসময় ইসলামের পক্ষে একটি মাত্র দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর বখ্ত মিয়া। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।