‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান © সংগৃহীত
তরুণরা একই ধরনের রাজনীতি এবং বন্ধ মহলের চর্চায় ক্লান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেছেন, ‘তারা এমন একটি নতুন ব্যবস্থা চায়, যেখানে মেধা ও চিন্তার মাধ্যমে নীতি নির্ধারণ হবে।’ আজ রবিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেছেন।
জাইমা রহমান লিখেছেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার সাক্ষাৎ-মতবিনিময়ের সময় তরুণ বিজয়ীরা দেশের জন্য তাদের আশা, স্বপ্ন এবং উদ্বেগের যে যে স্পষ্ট বার্তা দিয়েছে, তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। একই প্রজন্মের হওয়ায় একই ধরনের উদ্বেগ ও আকাঙ্ক্ষার বিষয়ে তাদের কথা এবং দৃষ্টিভঙ্গি আমি বুঝতে পেরেছি।
তিনি বলেন, ‘আমি তাদের কাছ থেকে যা শুনেছি, তা হলো প্রতীকী সম্পৃক্ততার চেয়ে প্রকৃত প্রভাব থাকার পক্ষে তারা। এমন প্রভাব যা জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নীতিমালার মাধ্যমে মানুষের জীবনে ভূমিকা রাখবে। নির্দিষ্ট কয়েকজনের দ্বারা বারবার নির্ধারিত ভবিষ্যৎ স্থায়ী হয় না।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা সর্বদা খোলামেলা আলোচনা এবং আইডিয়া বিনিময়কে মূল্যবান বলে মনে করেন। তার এমন একজন উজ্জ্বল তরুণ মনের মতো জড়িত থাকতে দেখা অনেক অর্থবহ।’
আরও পড়ুন: আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
জাইমা রহমান বলেন, ‘অনুষ্ঠানের পরে তিনি তাদের দেশপ্রেম এবং সৃজনশীলতা দ্বারা অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন এবং তাদের জন্য আরও বেশি জায়গা তৈরি করতে সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার কথা বলেছেন। এর মাধ্যমে তরুণরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।’
তিনি বলেন, ‘যদি আমরা পরিবর্তনের ব্যাপারে আন্তরিক হই, তাহলে আমাদের প্রান্তিক পর্যায়ের তরুণদের নেতৃত্বের জন্য উন্মুক্ত করে দিতে হবে। পাশাপাশি নতুন কণ্ঠস্বর, নতুন শক্তি এবং নতুন চিন্তাভাবনার জন্য জায়গা করে দিতে হবে। পরে নয়, এখনই।’