রিল বিজয়ীদের সঙ্গে আড্ডায় তারেক রহমান © সৌজন্যে প্রাপ্ত
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে, আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস (চিহ্নিত) করতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আড্ডায় বিএনপি চেয়ারম্যান নিজের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে যেসব উদ্যোগ নেবে, তার ওপর ‘রিল মেকিং’ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আড্ডার আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে। ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনটি গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক থেকে সরাসরি সম্প্রচারিত হয়।
এতে বিজয়ীদের সঙ্গে নানা বিষয়ে আলাপচারিতা করেন তারেক রহমান ও তার একমাত্র সন্তান জাইমা। এসময় তারেক রহমান বিজয়ী তরুণদের সঙ্গে আগামীদিনে বিএনপি কোন কোন জায়গায় কাজ করতে পারে, তরুণদের ভাবনা সম্পর্কে তাদের কাছে জানতে চান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে তারেক রহমান বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে।
আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের উপরে এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগীদের মধ্য থেকে জনমত (৩০ শতাংশ মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০ শতাংশ মার্ক) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। তারাই তারেক রহমান ও জাইমার সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পেয়েছেন।
আড্ডায় তারেক রহমান বলেন, বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।”
বিজয়ীরা তাদের নানা জিজ্ঞাসা তারেক রহমানের কাছে তুলে ধরেন এবং তিনি সেগুলোর বিষয়ে খোলামেলা জবাব দেন।
বিএনপি চেয়ারম্যানেরে এই আড্ডায় ফ্যামিলি কার্ড কারা পাবে, স্বামী হারা নারীরা কি ফ্যামিলি কার্ড পাবেন তরুণদের পক্ষ থেকে এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, সিংগেল মাদার ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, স্বামী ছেড়ে গেছেন, দেখুন, আপনি যদি দেখেন, আমার ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশাল সেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু এগুলো ঠিক নাই।
তিনি বলেন, আপনার রিসোর্স নষ্ট হচ্ছে। একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটা পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা এটাকে ইউনিভার্সালির জন্য রেখেছি।
উদাহরণ হিসেবে বিএনপি চেয়ারম্যান বলেন, যেমন একজন কৃষকের স্ত্রীও (ফ্যামিলি কার্ড) পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী, উনিও পাবেন, আরেকজন অফিশিয়াল, তার ওয়াইফও পাবেন।