ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন গণঅধিকার পরিষদের ৯১ জন প্রার্থী। মঙ্গলবার ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দলটির ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে রাতে এক সাংগঠনিক বার্তায় জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, এবারের নির্বাচনে ১০২টি আসনে তাদের মোট ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে ১৩ জন প্রার্থী শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় এখন চূড়ান্তভাবে ৯১ জন প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কক্সবাজার-১ আসনে প্রাইম কাদের, রংপুর-১ আসনে হানিফ খান সজীব, টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামান, হবিগঞ্জ-৩ আসনে আশরাফুল বারী নোমান এবং সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মোঃ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ আসনে ডাঃ এমদাদ হাসান, পটুয়াখালী-৩ আসনে শহীদুল ইসলাম ফাহিম, বগুড়া-২ আসনে মোঃ সেলিম সরকার, জামালপুর-৩ আসনে মোঃ রুবেল মিয়া, টাঙ্গাইল-৬ আসনে ইন্জিনিয়ার মোঃ কবির হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার-৬ আসনে শফিকুল ইসলাম এবং চাঁদপুর-১ আসনে এনায়েত হাসিব নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তফসিল অনুযায়ী আজ বুধবার ২১ জানুয়ারি নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে। প্রতীক হাতে পাওয়ার পরদিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকেই দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।