নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যাহার করা জামায়াত প্রার্থীর

০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ AM
নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যাহার করা জামায়াত প্রার্থীর

নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যাহার করা জামায়াত প্রার্থীর © ফেসবুক থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতায় ঢাকা–৮ আসনে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি। এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. হেলাল উদ্দীন। তবে সমঝোতার পর দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারী ড. হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাতের কিছু পোস্ট করেন।

হাসিমুখে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করে নাসিরুদ্দিন লেখেন, ‘গত এক বছরে ড. হেলাল উদ্দীন ঢাকা–০৮ আসনে দাঁড়ি-পাল্লার প্রার্থী হিসেবে যে পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। এই মুহূর্তে তাঁর (ড. হেলাল উদ্দীনের) আব্বু হাসপাতালে ভর্তি। ব্যক্তিগত দৌড়ঝাঁপ আর ব্যস্ততার মাঝেও সংগঠনের প্রশ্নে তিনি দিনরাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। হাসপাতাল থেকে ফিরেই রাতের বেলায় বসলেন আমাদের সঙ্গে। শুনালেন জীবনের ত্যাগ-তিতিক্ষার গল্প, হাসিনার আমলে গুলিবিদ্ধ এক সংগ্রামী নেতার অদম্য লড়াইয়ের কথা।

এনসিপির এ নেতা বলেন, ‘তিনি আমাকে জোটের প্রার্থী হিসেবে সাদরে গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ, আগামী দিনে মাঠে–রাজপথে, অলি–গলিতে আমাদের ঐক্যবদ্ধ কর্মযাত্রা আবারও চলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই ঢাকা–০৮ থাকবে জোটের বিজয়ী আসন হিসেবে।
শহীদ ওসমান হাদীর ইনসাফের রাজত্ব কায়েম করবোই করব আমরা, এই শপথ নিয়েই এগিয়ে চলা।’

কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম, যেমন হলো একাদশ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০
  • ০২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!