খালেদা জিয়ার বিদেশে নেওয়া নির্ভর করছে ফিজিক্যাল কন্ডিশনের ওপর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:০৮ PM
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা আছেন। আমরা আশাবাদী, আল্লাহ সবার দোয়া কবুল করবেন। তার শারীরিক কন্ডিশন সে রকম থাকলে তাকে হয়তো বিদেশে নেওয়া হতে পারে। নেতাকর্মীরা যাতে ভিড় না করেন, সে জন্য এসেছিলাম। সেটা সবাইকে জানিয়ে আমি চলে যাচ্ছি। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দলীয় চেয়ারপার্সনের খোঁজখবর নেওয়ার পর এসব তথ্য জানান যুবদল সভাপতি।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি সব সময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিলেন। যখন আমার সঙ্গে দেখা হয়- উনি বললেন, আমরা কি নিয়ে লাফালাফি করতেছি। উনি তো বাঁচবে না দুই বছর। আমি বললাম কেন?’
দলটির স্থায়ী কমিটির এই সদস্য বললেন, ‘ওভাবেই ডিজাইন করা আছে। অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে, উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। আল্লাহর রহমত কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন। আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করব।’
তিনি বলেন, ‘গতকাল রাত একটার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম। সেখানে এক ঘণ্টার মতো ছিলাম। আজকে যে খবরটা জানলাম উনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন, এ কামনায় করি।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা ইউরোপে নেওয়ার জন্য মেডিকেল বোর্ড সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই ধরনের কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়ে আযম খান বলেন, ‘বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে নিয়ে যাওয়া হবে। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। বিদেশের বিভিন্ন হাসপাতালে কথা বলা আছে। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও।’
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মেডিকেল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযোগী নয়। তবুও সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বিদেশে নেওয়ার ক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ইউরোপের কথা বিবেচনায় রয়েছে।’
চিকিৎসকরা আশাব্যঞ্জক কিছু জানাতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, ‘সংকটাপন্ন অবস্থা থাকলেও উন্নতি বা অবনতি, কোনোটিই হয়নি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন চিকিৎসকরা।’
গত রবিবার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় তার বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নানান জটিল রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে নেতারা জানিয়েছেন, তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘গত কয়েক মাস ধরেই উনি (খালেদা জিয়া) খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে (এভারকেয়ার হাসপাতালে) ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে, উনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে, উনার বুকে সংক্রমণ হয়েছে।’