সঙ্কটজনক খালেদা জিয়া, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে আনন্দবাজার

২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩০ PM
বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান

বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান © সম্পাদিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার হাসপাতালে ‘অত্যন্ত সঙ্কটজনক’ অবস্থায় চিকিৎসাধীন। শ্বাসকষ্ট, লিভার, কিডনী, ডায়াবেটিস ও আর্থ্রাইটসহ নানা শারীরিক জটিলতায় গত রবিবার ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ পরিস্থিতিতে লন্ডন থেকে মায়ের আরোগ্য কামনা করে বার্তা দিলেও দেশে ফিরতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত ‘ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া! অত্যন্ত সঙ্কটজনক খালেদা জিয়া, মাকে দেখতে দেশে ফিরতে পারছেন না পুত্র তারেক’ শীর্ষক এ প্রতিবেদনটি দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।

ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া! অত্যন্ত সঙ্কটজনক খালেদা জিয়া, মাকে দেখতে দেশে ফিরতে পারছেন না পুত্র তারেক

৮০ বছর বয়সি বিএনপি নেত্রীকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা ‘অত্যন্ত সঙ্কটজনক’।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ। ‘অত্যন্ত সঙ্কটজনক’ অবস্থায় ঢাকার হাসাপাতালে তাঁর চিকিৎসা চলছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, খালেদার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তার সঙ্গে নিউমোনিয়াও হয়েছে। ফলে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের। এ ছাড়া, বার্ধক্যজনিত আনুষাঙ্গিক অসুস্থতা তাঁর শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মায়ের আরোগ্যকামনা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে শনিবার সকালে লন্ডন থেকে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তাঁর পুত্র তথা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরতে না পারছেন না বলে আক্ষেপও করেছেন তিনি।

৮০ বছর বয়সি বিএনপি নেত্রীকে গত রবিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তার পর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কিডনি এবং লিভারে পুরনো সমস্যা রয়েছে খালেদার। রয়েছে আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস। ফলে কোনও একটি রোগের চিকিৎসা করতে গেলে অন্যগুলির উপর তার বিরূপ প্রভাব পড়ছে। বয়সজনিত কারণে খুব বেশি ঝুঁকিও নিতে পারছেন না চিকিৎসকেরা। তারেক জানিয়েছেন, এই মুহূর্তে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত তিনি একক ভাবে নিতে পারবেন না। তাই চাইলেও মায়ের কাছে যেতে পারছেন না।

সমাজমাধ্যমে খালেদা-পুত্র লিখেছেন, “খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে সকলে দোয়া অব্যাহত রেখেছেন। দেশ-বিদেশের চিকিৎসকদল সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান করছেন। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্রের তরফেও সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। জিয়া পরিবারের তরফে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে সকলকে অনুরোধ করছি।’’ এর পরেই নিজের দেশে না-ফেরার বাধ্যবাধকতার কথা বলেন তারেক। লেখেন, ‘‘এমন সঙ্কটকালে মায়ের স্নেগস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনও সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু তা বাস্তবায়নের জন্য আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।’’ বিষয়টিকে ‘স্পর্শকাতর’ বলে বর্ণনা করে তারেক জানিয়েছেন, দেশে ফিরতে না-পারার কারণ বিস্তারিত বর্ণনা তিনি করতে পারবেন না। তবে রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছোলেই তিনি মায়ের কাছে ফিরবেন।

খালেদার চিকিৎসার জন্য বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদল গঠন করা হয়েছে। দলে রয়েছেন তারেকের স্ত্রী তথা চিকিৎসক জুবাইদা রহমান। সূত্রের খবর, খালেদাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে। সে বিষয়ে আলোচনা চলছে। খালেদার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দ্রুত আরোগ্য কামনা করেছেন বিএনপি নেতৃত্বও আপাতত খালেদাকে রাখা হয়েছে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ-তে।

 

কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকির অভিযোগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে ছাত্রীকে একান্তে ভালো করে পড়ানোর নামে ধর্ষণে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৮২ ভর্ত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪০ বছর পর খুলল ঢামেকের ঐতিহাসিক আমতলা গেট
  • ১৬ জানুয়ারি ২০২৬
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9