বিএনপি নেত্রী শামা ওবায়েদের সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ
ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ  © সংগৃহীত ও সম্পাদিত

ফরিদপুরের সালথায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ইউনিয়নের একাধিক গ্রামের মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় গ্রুপের শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর-লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে এবং দুপুর পর্যন্ত চলতে থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গট্টি ইউনিয়নের নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা দুজনই ফরিদপুর-২ আসনের বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থক। তবে তারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

তারা আরও জানান, ৭টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সরকি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আশপাশের গ্রামের আরও বহু মানুষ যুক্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শেষ খবর পর্যন্ত বেশ কয়েকজন আহত ব্যক্তি নিজ বাড়িতে আটকা পড়ে আছেন। এছাড়া একাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে।

আরও পড়ুন:খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার: সংস্কৃতি উপদেষ্টা

হাবেলি গট্টি গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা ও নুরু মাতুব্বর গ্রুপের সমর্থক আলেপ শেখও আহত হয়ে বাড়িতে আটকা রয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে তার স্বজন কবির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, সকালেই বাড়িতে ছিলেন। তার পায়ে একাধিক কোপ দেওয়া হয়েছে। এখনো তাকে উদ্ধার করা যাচ্ছে না।’

এদিকে জাহিদ মাতুব্বর গ্রুপের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বালিয়া বাজার-সংলগ্ন ওমর ফারুক নামের এক ব্যক্তির পাঁচটি গরু লুট করে নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান গণমাধ্যমকে বলেন, পুলিশ ও সেনাবাহিনী মিলে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারব।

 


সর্বশেষ সংবাদ